মালদা

জোর করে বিরোধী শুন্য করার প্রক্রিয়া চলছে রাজ্যে, মালদা স্টেশনে নেমে শাসক দলকে আক্রমণ করলেন দিলীপ

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের জয়ী প্রার্থীদের সংবর্ধনা দিতে বৃহস্পতিবার সকালে মালদা টাউন স্টেশনে পৌঁছান দিলীপ ঘোষ। ট্রেন থেকে স্টেশনে নেমে তিনি বলেন, অনেক লড়াই করে দলের বেশ কিছু প্রার্থী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন। সারা রাজ্য জুড়ে বিজেপি-র জয়ী প্রার্থীদের জোর করে তৃণমূলে সামিল করানোর চেষ্টা চলছে। চারদিকে এক ভয়ংকর পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল। তৃণমূলের নেতা-মন্ত্রীরা প্রকাশ্যেই বলছেন, রাজ্যে তাঁরা বিরোধীশূন্য করে দেবেন। যাতে করে বিজেপি-র জয়ী প্রার্থীরা ভয় পাচ্ছেন। তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখে মাস দুয়েকের জন্য তাঁদের বাইরে রাখা হয়েছে বলে তিনি জানান।” 

মালদায় এসে এই মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনিয়া আরও জানান, “পুরুলিয়া থেকে যে পদ্ধতিতে রাজ্যকে বিরোধীশূন্য করার প্রক্রিয়া শুরু হয়েছে, তা ভয়ংকর। সেই পদ্ধতির জায়গা গণতন্ত্রে ও সংবিধানে নেই।”

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/upX_XV1mku4